দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৫১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩০ পিএম, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০ | ৬৭৯

টাঙ্গাইল পৌর শহরের ৪ নং ওয়ার্ডে দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৫১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।

উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. মোজাম্মেল হক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান আনছারী, উপজেলা মাধ্যমিক অফিসার শাহীন আশরাফী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্ট,,কে এস ফিরোজ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন,স্কুল ম্যানেজিং কমিটি সদস্য মির্জা বাবুল প্রমুখ।