টাঙ্গাইলের দেলদুয়ারে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত


টাঙ্গাইলের দেলদুয়ারে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ৩টায় দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নের বারপাখিয়ায় এ মাঠ দিবস হয়। দেলদুয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক বি এম রাশেদুল ইসলাম, দেলদুয়ার উপজেলা কৃষি অফিসার শয়েব মাহমুদ, অতিরিক্ত কৃষি অফিসার নিয়ন্তা বর্মন প্রমুখ। মাঠ দিবসে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় উপ-সহকারি কৃষি অফিসার রাজিবুল হাসান মল্লিক।
মাঠ দিবসে দেলদুয়ার উপজেলার সকল উপ-সহকারি কৃষি অফিসাররা ও স্থানীয় দুইশতাধিক কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।