দুই মাস ধরে নিখোঁজ সাংবাদিক উৎপল


সাংবাদিক উৎপল দাস নিখোঁজ হওয়ার দুই মাসেও কোনো খবর না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিক নেতারা। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে মানববন্ধন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)সহ সাংবাদিক নেতারা।
মানববন্ধনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের উৎপল আজ দুই মাস ধরে নিখোঁজ। আমরা প্রতিদিন তার জন্য দাঁড়াচ্ছি, আমাদের একটাই দাবি আমাদের মাঝে উৎপল দাসকে ফিরিয়ে দিন।’
তিনি আরো বলেন, ‘সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার দায়িত্ব অনেক। আপনি দায়িত্বহীনভাবে কাজ করছেন। সাংবাদিক উৎপলের মতো নিখোঁজের ঘটনায় সরকার প্রশ্নবিদ্ধ। আপনি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে দ্রুত তাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন।’
এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ বলেন, আমরা উৎপলকে ফিরে পেতে চাই। এভাবে উৎপলকে আমরা হারাতে চাই না।
তিনি আরো বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের এজেন্সিগুলোর কাছে আমাদের অনুরোধ, উৎপলকে আমাদের কাছে ফিরিয়ে দিন।
মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক বলেন, সাংবাদিক উৎপল দাসকে ফিরে পেতে আমরা দুই মাস ধরে বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছি, কিন্তু এতে সরকারের কোনো কর্ণপাতই হচ্ছে না।
তিনি আরো বলেন, আমরা কঠোর কর্মসূচিতে যেতে চাই। প্রয়োজনে একদিন অন্তত এক ঘণ্টার জন্য হলেও জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় আমরা হরতাল পালন করবো। প্রয়োজনে আইজির কার্যালয় ঘেরাও করবো। আপনারা ভাববেন না, আমরা এই রকম কর্মসূচি শিগগিরই দেব।
উল্লেখ্য, পূর্বপশ্চিমবিডি ডটনিউজের সিনিয়র রিপোর্টার উৎপল দাস গত ১০ অক্টোবর মতিঝিলের অফিস থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। উৎপল ঢাকার ফকিরাপুল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরার রাধানগরে।
ছেলেকে ফিরে পেতে ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস। উৎপলের সন্ধান দাবিতে আন্দোলনে রয়েছে সাংবাদিক সংগঠনগুলোও।