মাভাবিপ্রবিতে রসায়ন বিভাগে সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ | ৪৮৮

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের আয়োজনে”নেক্সট জেনারেশন স্টোরেজ ডিভাইসেস: ফান্ডামেন্টাল এন্ড বেসিক নেনো-ডাইমেন শনাল ডিজাইন অব নিউ নেনো-পার্টিক্যালস ফর সুপারক্যাপাসিটর অ্যাপ্লিকেশনস”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

২৮ জানুয়ারি, ২০২০ (মঙ্গলবার)বিকেলে বিভাগের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের মুলপ্রবন্ধ উপস্থাপন করেন দক্ষিণ কোরিয়ার ইয়াংনাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাসি রাণী বারই। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. আশীষ কুমার সরকার এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোঃ নূরুজ্জামান। সেমিনারে বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।