অসহায়দের পাশে ইউএনও ইসরাত সাদমীন

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৮ পিএম, রোববার, ১ অক্টোবর ২০১৭ | ৪৭৮

গরীব অসহায়দের পাশে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন। চলতি বছরের বিভিন্ন সময়ে তাকে দেখা গেছে উপজেলার বিভিন্ন রাস্তায়, বিভিন্ন এলাকায়।

হঠাৎ একদিন বাজারে তার গাড়ি দেখতে পেলাম আর তাকে দেখতে পেলাম একজন হতদরিদ্র মহিলাকে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সকলের মাঝে থেকেই কাজ করতে চাই। আমি জানি অসহায়দের কতটা কষ্ট। তাদের কষ্টকে ভাগাভাগী করে নিতে চাই। আর তাদের জন্যই আজ রাস্তায় আসা।

সুত্রে জানা গেছে, এই পর্যন্ত উপজেলার মধ্যে প্রায় ৪০০রও বেশি অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।

সে মির্জাপুর উপজেলায় ২০১৭সালের জানুয়ারি মাসের ৪তারিখে উপজেলা নির্বাহী অফিসার যোগদান করেন। যোগদানের পরপরই ভিন্ন ভিন্ন কার্যক্রম করে সে সকলের কাছে সু-পরিচিতি লাভ করেছেন।

সমাজের অসহায় দরিদ্রদের পাশে থেকে তাদের সহায়তার জন্য কাজ করে যাচ্ছেন তিনি। এ ব্যাপারে তিনি বলেন, ধনী ও মধ্যবৃত্তরা তো প্রতিনিয়তই ভালো খাবার খেয়ে থাকেন, কিন্তু গরীব অসহায় মানুষেরা তো ঈদের একটা দিনেও ভালো খাবার খেতে পারে না, আর তাদের জন্যই, মুখে একটু হাঁসি দেখার জন্য ঈদে ঈদ সামগ্রী দেই এবং বছরে যতোগুলো দিন কাজের মধ্যে ফাকা পাই সে সময় টুকু গরীব অসহায়দের জন্য দিয়ে থাকি।

“মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে” এই কথাটিকে তিনি মনের ভিতর আগলে ধরে রেখে কাজ করছেন। তিনি মনে করেন, একজন মানুষ ছাড়া যেমন আর একজন মানুষ অসহায় তেমনিভাবে একটি জীবন ছাড়া আর একটি জীবন নিঃসঙ্গ।

আর বাস্তবে এ দুটিকে বাস্তবায়নের লক্ষে, মানুষকে তার জীবনটাকে চেনাতে কাজ করে যাচ্ছেন এই কর্মকর্তা। তিনি বলেন, আল্লাহ’তায়ালা আমাকে যেনো মৃত্যুর আগমূহুর্ত পর্যন্ত মানবসেবা করার সুযোগ দান করেন। আর তার এ মহানতা দেখে মির্জাপুরবাসীসহ সকলেই মুগ্ধ।