দেশ গঠনে ক্যাডেটদের গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে হবে: সেনা প্রধান

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৫ পিএম, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০ | ৮৬৭

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, প্রাক্তন ক্যাডেটদের পথ অনুসরণ করে নতুনদের এগিয়ে যেতে হবে। দেশ গঠনে ক্যাডেটদের গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে হবে। প্রতিটি ক্যাডেট একেকজন উজ্জল নক্ষত্র। তারাই দেশকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাবে।

তিনি শুক্রবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মির্জাপুর ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের তিনদিন্যাপি ১৩ তম পূণর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এরআগে হেলিকপ্টার যোগে মির্জাপুর স্কয়ার মাঠে হেলিপ্যাডে অবতরণের পর সেনা প্রধান মোটর শোভাযাত্রার মাধ্যমে ক্যাডেট কলেজ পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেনারেল অফিসার কমান্ডিং ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আকবর হোসেন, কলেজ অধ্যক্ষ বিমান রায় চৌধুরী প্রাক্তন ক্যাডেট এসাসিয়েসনের সভাপতি সুলতান উদ্দিন ইকবাল ও অন্যান্য অতিথিবৃন্দ।

পরে বেলুন উড়িয়ে (মেকা) পুনর্মিলনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে প্যারেড মঞ্চ থেকে সালাম গ্রহণ শেষে খোলা জিপে করে ক্যাডেটদের প্যারেড পরিদর্শন করেন সেনা প্রধান। প্যারেড শেষে তিনি বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এরপর কলেজের বীরশ্রেষ্ঠ মোস্তফা মিলনায়তনে পৌছে ক্যাডেটদের বর্নাঢ্য চিত্র প্রদর্শনী ও ফিতা কেটে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করে মেলা পরিদর্শন করেন। প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনীর স্মৃতি রক্ষার্থে কলেজের শহীদ মিনার এলাকায় বৃক্ষ রোপনও করা হয়।

অনুষ্ঠানে টাঙ্গাইল-২ আসনের এম.পি তানভীর হাসান ছোট মনি, কলেজের প্রাক্তন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, পরিচালনা পর্ষদের সদস্য, বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, কলেজের সকল শিক্ষক, প্রাক্তন ও বর্তমান ক্যাডেট, অভিভাবক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৩ জানুয়ারি থেকে প্রাক্তন ক্যাডেটদের এসাসিয়েসন তিনদিনব্যাপী প্রাক্তন ক্যাডেটদের ১৩ তম পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করে। পূণর্মিলনী উপলক্ষে কলেজ চত্বরে দুই সহ¯্রাাধিক প্রাক্তন ক্যাডেট ও তাদের পরিবারের সদস্যদের মিলনমেলায পরিনত হয়।এতে সকলের মাঝে এক আবেগঘন মুহুর্তের সৃষ্টি হয়। পুরো কলেজ চত্বর বর্ণীল সাজে সজ্জিত করা হয়।

৮ম শ্রেণিতে পড়–য়া ক্যাডেট নাহিয়ান বলেন পূণর্মিলনী অনুষ্ঠান নিঃসন্দেহে আনন্দের। প্রাক্তনদের সান্নিধ্যে আসতে পেরে অনেক ভাল লাগছে।

পঞ্চম ব্যাচের ক্যাডেট ডা. ্আনিস বলেন এই বৃদ্ধ বয়েসে পুরোন বন্ধুদের কাছে পেয়ে অনেক ভাল লাগছে।
একই ব্যাচের ছাত্র কর্ণেল (অব) নজরুল ইসলাম বলেন অবসর জীবনে ছোট বেলার বন্ধুদের সাথে দেখা হয়ে খুবই ভাল লাগছে। এমন অনুষ্ঠান সম্পর্কের বন্ধন শক্ত করে।