মুহাম্মদ ইমরান শিক্ষক বাতায়নের সেরা উদ্ভাবক নির্বাচিত

এস এম মোসফিকুর রহমান লাল, নীলফামারী
প্রকাশিত: ০৪:৩০ পিএম, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০ | ৫৫৭

শিক্ষকদের জনপ্রিয় পোর্টাল শিক্ষক বাতায়নের (teachers.gov.bd) সেরা উদ্ভাবক নির্বাচিত হলেন নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ ইমরান।

শিক্ষার্থীদের নিয়ে শিখন শেখানো কাজ কিংবা সহশিক্ষাক্রমিক কাজ নিয়ে শিক্ষকের তৈরি করা উদ্ভাবনী মূলক ভিডিও ও কাজকে অনুপ্রেরণা যোগানোর জন্য প্রতি ১৫ দিন পর পর দেয়া হয় সেরা উদ্ভাবকের স্বীকৃতি। প্রাথমিকের শিক্ষকদের মধ্যে মুহাম্মদ ইমরান প্রথম শিক্ষক যিনি বাতায়নে সেরা উদ্ভাবক নির্বাচিত হলেন।

এছাড়াও তিনি নীলফামারী জেলার সব মাধ্যমের শিক্ষকের প্রথম সেরা উদ্ভাবক নির্বাচিত হলেন। 

তার উল্লেখযোগ্য উদ্ভাবনী ক্লাসগুলোর মধ্যে রান টু বোর্ড, নাম্বারিং, হট সিট, ওয়ার্ড গেম, নতুন শব্দ তৈরি, খেলতে খেলতে শেখা, মুক্তিযুদ্ধের গল্প শোনো অন্যতম। এছাড়াও আরও অনেক উদ্ভাবনী ক্লাসের জনক। 

এদিকে, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এ তিনি নীলফামারী জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। ২০১৮ সালে তার বিদ্যালয়কে ব্রিটিশ কাউন্সিলের অধীনে পরিচালিত ইন্টারন্যাশনাল স্কুল এওয়ার্ড পদক এনে দেয়ার ক্ষেত্রে তিনি অগ্রনী ভূমিকা পালন করেন। তিনি a2i  এর  ICT for Education  জেলা এ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন ২০১৭ সাল থেকে। 

এর আগে তিনি ২০১৫ সালে শিক্ষক বাতায়নের সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হন এবং ২০১৬ সালে কক্সবাজারে a2i আয়োজিত শিক্ষক সম্মেলনে অংশগ্রহন করে সেরা শিক্ষক সম্মাননা গ্রহন করেন।

২০১৭ সালে ক্যাম্ব্রিয়ান কলেজ ঢাকা আয়োজিত সেরা শিক্ষক অনুষ্ঠানে বিএসবি ফাউন্ডেশন এওয়ার্ড ২০১৭ গ্রহন করেন।

একই বছর কিশোরগঞ্জ জেলার ভৈরবে আয়োজিত সোনালী আসর- ভৈরব থেকে সেরা শিক্ষক সম্মাননা গ্রহন করেন। 

তার সাথে কথা বলে জানা যায়,  মুজিব বর্ষ ২০২০ এ তার পরিকল্পনা তিনি বছর ব্যাপী শিশুদের ইনোভেটিভ ক্লাস নিয়ে যাবেন এবং শিক্ষক বাতায়ন ও তার ইউটিউব চ্যানেলে ১০০ টি ইনোভেটিভ ক্লাস ভিডিও দেবেন।