মাভাবিপ্রবি'র নিরাপত্তা কর্মী শরিফুল ইসলামের মৃত্যুতে ভাইস চ্যান্সেলরের শোক

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৪ পিএম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯ | ১১৩৭
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের নিরাপত্তা শাখার নিরাপত্তা কর্মী মোঃ শরিফুল ইসলাম (৩৭) উচ্চরক্তচাপজনিত কারণে শুক্রবার সকাল ৯ টা ৩০ মিনিটে নিজ বাসভবন টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ রথখোলায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 
তাঁর মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার তৌফিক দানের জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন।
 
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইঞ্জি. মোহাঃ তৌহিদুল ইসলাম, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, ৩য় শ্রেণী কর্মচারী সমিতি, ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতি গভীর শোক প্রকাশ করেন।
 
উল্লেখ্য, মোঃ শরিফুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের মৃতদেহ বাদ জুমআ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মসজিদের সামনে জানাজা নামাজ শেষে টাঙ্গাইল সদর উপজেলার অলোয়া ভবানী পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।