মির্জাপুর ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯ | ৫৩৭

মির্জাপুর ক্যাডেট কলেজে আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ক্যাডেট কলেজ মাঠে এই ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আকবর হোসেন।

মির্জাপুর ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নজরুল হল, ফজলুল হক হল ও সোহরাওয়ার্দি হলের মোট ১৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে ফজলুল হক হল প্রথম স্থান, সোহরাওয়ার্দি হল দ্বিতীয় স্থান ও নজরুল হল তৃতীয় স্থান অধিকার করে।

জুনিয়র শাখায় সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয় ফজলুল হক হলের প্রাপ্ত, ইন্টারমিডিয়েট শাখার সাদ এবং সিনিয়র শাখায় ফজলুল হক হলের সাকিব। এছাড়া শিক্ষক ও অভিভাবকদের মধ্যে রশি টানাটানি ও অভিভাবিকাদের মধ্যে বালিশ খেলা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন প্রধান অতিথি মেজর জেনারেল মো. আকবর হোসেন, মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ বিমান রায় চৌধুরী ও কলেজের শিক্ষার্থী মঈনুল। পরে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। এসময় কলেজের এ্যাডজুটেন্ড মেজর আবু সালেহ মো ইয়াহিয়া উপস্থিত ছিলেন।

এর আগে ১৭ ডিসেম্বরর চারদিনব্যাপি ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ বিমান রায় চৌধুরী।