মাদক ছেড়ে আলোর পথে শতাধিক মাদক ব্যবসায়ী

রুবেল ইসলাম,রংপুর
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯ | ৩৮২
রংপুরের মিঠাপুকুর উপজেলার শতাধিক মাদক ব্যবসায়ী মাদকের ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার শপথ নিয়েছেন আর তাদের ফুল ও কম্বল দিয়ে আলোর পথে ফিরে আসার শুভেচ্ছা জানিয়েছেন জেলা পুলিশ সুপার। 
 
শনিবার দুপুরে মিঠাপুকুর উপজেলার নানকর উচ্চ বিদ্যালয় মাঠে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশে জেলা পুলিশের কাছে আত্মসর্পণ করে তারা এই শপথ নেন।
 
উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের নানকর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।এসময় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন ও সহকারী পুলিশ সুপার (ডি ও সি সার্কেল) আরমান হোসেন।
 
নানকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস, বড় হযরতপুর ইউপি চেয়ারম্যান রোস্তম আলী, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, সাংবাদিক নজরুল ইসলাম রাজু প্রমুখ।
 
শেষে শতাধিক মাদক ব্যবসায়ী ও সেবনকারী পুলিশের কাছে আত্মসর্মপণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার শপথ নেন।