মির্জাপুরে দুটি ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,
প্রকাশিত: ০৮:১৪ পিএম, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯ | ৮৬১

টাঙ্গাইলের মির্জাপুরে দুটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। ইটভাটা দুটি হলো পৌর এলাকার বাইমহাটী গ্রামের হাকিম ব্রিকস ও গোড়াই এলাকার আশা ব্রিকস।

সোমবার মির্জাপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মঈনুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় টাঙ্গাইলের পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রথমটি সনাতন পদ্ধতিতে এবং দ্বিতীয়টি লাইসেন্স ছাড়াই ইট তৈরি করায় ইটভাটা দুটি গুড়িয়ে দেয়া হয় বলে মির্জাপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. মঈনুল হক জানিয়েছেন।