সাতক্ষীরার পাটকেলঘাটায় দুজন খুন

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:৫০ এএম, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮ | ৪২১

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় পৃথক ঘটনায় দুজন খুন হয়েছেন।

নিহতরা হলেন- পাটকেলঘাটার ঝড়গাছা গ্রামের গোপাল ঘোষ (৪৫) ও একই উপজেলার নগরঘাটা গ্রামের মমতাজ খাতুন (৪৮)।

সোমবার রাতে লাশ দুটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পরিবার ও স্থানীয়দের দাবি, দুটি ঘটনাই পরিকল্পিত হত্যাকাণ্ড।

স্থানীয়রা জানান, পাটকেলঘাটার ঝড়গাছা গ্রামের গোপাল ঘোষ সকালে বিলের জমিতে ধান দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর রাতে বাড়ির পাশে একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে।

পাটকেলঘাটা থানার ওসি রেজাউল ইসলাম জানান, নিহতের দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে একই উপজেলার নগরঘাটা গ্রামের মাদকাসক্ত মেয়ে টুম্পা খাতুনের লোহার রডের আঘাতে গুরুতর আহত হন মা মমতাজ খাতুন।

সোমবার সকালে এ ঘটনার পর তাকে প্রথমে সাতক্ষীরা ও পরে খুলনায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

টুম্পা খাতুন একই এলাকার রাশেদ সরোয়ার রুমনের স্ত্রী।

সুরতহাল রিপোর্টে তাদের দেহে তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের জন্য তার লাশ পাঠানো হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে বলে জানান ওসি।