মির্জাপুরে রোকেয়া দিবস পালন ও জয়িতা সংবর্ধনা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৫ পিএম, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯ | ৪৯৭

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও নারী জাগরনের অগ্রপথিক বেগম রোকেয়া দিবস উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ নারী জয়ীতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে তাদের সংবর্ধনা দেওয়া হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানের পুর্বে নারী পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা- এই প্রতিপাদ্য নিয়ে সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তির মঞ্চের সামনে থেকে একটি র‌্যালি বের হয।

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা ও পরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ নারী জয়ীতার হাতে ক্রেস্ট, সম্মননাপত্র ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

জয়ীতারা হলেন অর্থনীতিতে সাফল্য অর্জনকারী তরফপুর গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার স্ত্রী পারুল বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে বাওয়ার কুমারজানি গ্রামের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ্বাসের স্ত্রী আলোরানী পেদ্দার, সফল জননী পুষ্টকামুরী গ্রামের মৃত শামসুল আলমের স্ত্রী শিরীনা বেগম, নতুন উদ্যমে জীবন শুরুকারী নারী বাঁশতৈল গ্রামের মো. ইয়াত আলীর স্ত্রী বীরাঙ্গনা ববিজান বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য পাঁচচামারি গ্রামের আব্দুস সালামের স্ত্রী সালমা সালাম উর্মি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) মো. সঈনুল হক।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস মিনু পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মশিউর রহমান , জয়ীতা পারুল বেগম, আলোরানী পেদ্দার, শিরীনা বেগম এবং সালমা সালাম উর্মি। বীরাঙ্গনা ববিজান বেগম টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।