নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের কাজ শুরু হয়েছে .. তারানা হালিম

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০২:০৮ পিএম, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮ | ১৫০৫

তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেছেন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

ইতিমধ্যে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠণ করা হয়েছে। এ কমিটির ফাইল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে।

শ্রমিকের ঘাম ও শ্রমের উপর দাড়িয়ে প্রাসাদ নির্মাণ করা যায়না। এ নিয়ে আমরা মালিক পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। মূল্য না দিয়ে মালিকরা রাতারাতি অর্থবিত্তবান হবেন এটা হতে পারেনা।

তিনি আরো বলেন, যদিও এখনও অনেকাংশে অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হয়নি। শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এডভোকেট জাফর আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য  আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন, পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোটমনি, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এস.আকবর খান, দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ টাঙ্গাইলের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি এডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সহ-সভাপতি শামসাদুল আখতার শামীম, রেফাজুর রহমান, কোষাধ্যক্ষ মহব্বত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, আব্দুর রহিম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহাব উদ্দিন মানিক, ক্রীড়া সম্পাদক মাসুদুল আলম, দপ্তর ও লাইব্রেরী বিষয়ক সম্পাদক কাজী তাজ উদ্দিন রিপন।

এ কমিটির কার্যকরী সদস্যরা হলেন, ড.মোহাম্মদ কামরুজ্জামান, এম.এ.ছাত্তার উকিল, একরামুল হক খান তুহিন, কামনাশীষ শেখর ও ইফতেখারুল অনুপম।