টাঙ্গাইল জেলা প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন


বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে টাঙ্গাইল জেলা প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উৎসব।
এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার সকালে স্থানীয় পৌর উদ্যানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হন। সেখানে কেক কাটার মধ্য দিয়ে ৫০ বছর পূর্তির উদযাপন কার্যক্রম শুরু হয়।
পরে পৌর উদ্যান থেকে একটি বর্ণঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া সন্ধ্যায় ডিসি লেকে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
উল্লেখ্য, ১৯৬৯ সালে ময়মনসিংহ জেলার মহকুমা টাঙ্গাইলকে জেলায় রূপান্তর করা হয়। ১২টি উপজেলা নিয়ে গঠিত এ জেলায় বর্তমান জনসংখ্যা প্রায় ৪০ লাখ।