কুমুদিনী কলেজে প্রধানমন্ত্রীর উপহার দেয়া কলেজ বাস উদ্বোধন


টাঙ্গাইল কুমুদিনী সরকারী কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া উপহার নতুন একটি কলেজ বাস ১ ডিসেম্বর সকালে ফিতা কেটে উদ্বোধন করেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল মান্নান, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আলীম আল রাজি,জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রফিকুল ইসলাম , শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সোহেল রানা খান প্রমুখ।
১৯৪৩ সালে টাঙ্গাইলের দানবীর রণদা প্রসাদ সাহা এ কলেজ প্রতিষ্ঠা করেন। ১৯৪৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দ্বারা প্রতিষ্ঠিত হয়। ১৯৭৯ সালে কলেজটি জাতীয়করণ করা হয়।
১৯৪৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রায় ৭৬ বছর পর এই প্রথম প্রতিষ্ঠানে বহুল প্রতিক্ষীত কলেজ বাসটি পেয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।