আয়নাপুর প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, শনিবার, ২ মার্চ ২০১৯ | ৫৯২

টাঙ্গাইল সদর উপজেলা মগড়া ইউনিয়নের ১নং আয়নাপুর প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩ মার্চ শনিবার সকালে স্কুল মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

এসময় তিনি বলেন শিক্ষার্থীর শিক্ষাকাল হলো একটা মানসিক ভ্রুন অবস্থা। উপযুক্ত পরিবেশ পেলেই সেই ভ্রুন বিকশিত হওয়ার সুযোগ পাবে। তারা শিখবে আনন্দের মাধ্যমে, নিজেদের ইচ্ছামতো, ঘুরে-ফিরে, কল্পনার ফানুস উড়িয়ে। ছাত্রছাত্রীরা শিখবে খেলাধূলার মাধ্যমে, তাদের মনের অজান্তে। প্রকৃতির সাথে সংযোগ রেখে মনের চর্চা করবে তারা, শ্রেণিকক্ষের চারদেয়ালের মধ্যে সীমাবদ্ধ থেকে নয়।

আলহাজ্ব মশর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুদা নবীন, মগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজাহার আলী,আওয়ামীলীগ নেতা ও উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আকরাম হোসেন কিসলু,টাঙ্গাইল সদর উপজেলা আওামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হর্যরত আলী প্রমুখ।