মুক্তিযোদ্ধার সনদ ছিড়ে ফেলায় চিকিৎসকের শাস্তির দাবি


প্রকাশিত: ০৪:৩২ পিএম, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯ | ৫০১

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলার ঘটনায় জড়িত চিকিৎসকের দৃষ্টাস্তামূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলের স্থানীয় মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

বৃহস্পতিবার দুপুরে (২৮ নভেম্বর) টাঙ্গাইল নিরালা মোড় শহীদ মিনারের সামনে এ প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়।

টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার মাহমুদুর রহমান খান বিপ্লব এর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীতের অংশগ্রহন করেন, মো. রাশেদ খান মেনন রাছেল, সাজ্জাদ খোশনবীশ. মো. শাহ আলম, মো. রুবেল আনছারী, মো. নাছির উদ্দিন, মো. হাবিব খান, আসাদুজ্জামান, ইকবাল চৈধুরী, জালাল উদ্দিন শাহীন চাকলাদারসহ এতে স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও স্বাধীনতার স্বপক্ষের শক্তির লোকজন অংশগ্রহন করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়ার মুক্তিযোদ্ধা সনদ ছিঁড়ে ফেলার ঘটনায় জড়িত চিকিৎসক শহীদুল্লাহ কায়সারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মানববন্ধন শেষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর হাসপাতালের অর্থোপেডিক সার্জারী বিভাগের প্রধান ও সহযোগি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ কায়সার সকালে ভিজিট করতে এসে রোগির ফাইল দেখেন। ফাইলে রাখা মুক্তিযোদ্ধা শাজাহানের মুক্তিযুদ্ধের সনদ দেখে ক্ষিপ্ত হন এবং বলেন ‘‘এই সনদ কি রোগির চিকিৎসা করবে, না ডাক্তার করবে’’ বলে সনদটি ছিড়ে ফেলে দেন। ডাক্তারের এ আচরণে আশপাশের লোকজন বিস্ময় প্রকাশ করেন।