মধুপুরে নবাগত ইউএনও আরিফা জহুরা’

হাফিজুর রহমান.মধুপুর
প্রকাশিত: ০৩:১৯ পিএম, রোববার, ১০ নভেম্বর ২০১৯ | ১২০৮

টাঙ্গাইলের মধুপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব আরিফা জহুরা ।

১১ নভেম্বর ১৯ইং সোমবার তার প্রথম অফিস। যশোর জেলার শার্ষা উপজেলার মরহুম খলিলুর রহমানের ৫ ছেলে ও ২ মেয়ে। তার মধ্যে আরিফা জহুরা তার দ্বিতীয় কন্যা সন্তান।

তিনি জানান, মধুপুর উপজেলার সকলের সহযোগীতা নিয়ে উপজেলার সকল কার্যক্রম করবেন। এর আগে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার এর দায়িত্ব পালন করেন করেছেন সদ্যবিদায়ী তাসলিমা আহমেদ পলি ।