নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই,আহত এক


নাটোরের লালপুর উপজেলার (ওয়ালিয়া-দয়রামপুর) সড়কের ছিমলতলায় খেজুর গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কালেগে ঘটনাস্থলেই জালাল উদ্দিন (২৬) ও শরিফ (২৬) নামের দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় অপর একজন আরোহী গুরুতর আহত হয়েছেন।
সোমবার রাতে ওয়ালিয়া ইউপির ছিমলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিন (২৬) বাগাতিপাড়া উপজেলার শেকপাড়া গ্রামের শাহ আলমের ছেলে ও শরিফ (২৬) লালপুর উপজেলার ধুপইল গ্রামের মাজরুল ইসলামের ছেলে। আহত হাফিজ (২৬) লালপুর উপজেলার ধুপইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, রাতে তিনজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল ওয়ালিয়া থেকে ধুপইলে যাচ্ছিল পথেমধ্যে ছিমলতলা এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশ্বে খেজুর গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থালেই দুইজনের মৃত্যু হয়। এসময় হাফিজ নামের একজন আরোহী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে পাশ্ববর্তী মজুমদার ক্লিনিকে ভর্তিকরা হয়।
এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক অংশুমান মজুমদার বলেন আহত হাফিজের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনজুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে ও আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তিকরা হয়েছে।
ফিরোজ আহমেদ/