মির্জাপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত


র্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত হয়েছে। শনিবার সকালে মির্জাপুর থানার উদ্যোগে এই অনুষ্ঠান হয়েছে।
সকাল দশটায় মির্জাপুর থানা পুলিশ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্নয়ে একটি র্যালি বের হয়। র্যালিটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে থানায় গিয়ে শেষ হয়।
পরে থানার নতুন ভবনের মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল দিপঙ্কর ঘোষ।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন, এস আই খোকন কুমার সাহা, এস আই বিজয় দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল, কমিউনিটি পুলিশিং মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম ফারুক সিদ্দিকী, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম, মহেড়া ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন খান প্রমুখ।