টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২০ এএম, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯ | ৪৬৭

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” পুলিশের সাথে কাজ করি,জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

২৬ অক্টোবর শনিবার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে এ কর্মসুচির উদ্বোধন করেন টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ ছানোয়ার হোসেন,জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক শহীদুল ইসলাম,টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

এসময় আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্জাহান আনসারী,পৌর মেয়র জামিলুর রহমান মিরণ,টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ,জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. আনিসুর রহমান,শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ রৌফসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে এক বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। র‌্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়।