মেয়ের গায়ে হলুদের দিন বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:২০ পিএম, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮ | ৪৪৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেয়ের গায়ে হলুদের দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মায়ের মৃত্যু হয়েছে। উপজেলার সিরাজপুর ইউপির ২নং ওয়ার্ডের পশ্চিম মোহাম্মদ নগর এলাকায় মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার সন্ধ্যা ৭টায় গৃহবধূ বিবি হাজেরা খাতুন (৪৮) ছোট মেয়ের গায়ে হলুদের বিভিন্ন কাজ করতে গিয়ে নিজ বসতঘরে বিদ্যুতের সঞ্চালন তারে স্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। দাম্পত্য জীবনে তিনি ৩ ছেলে ও ২ মেয়ের জননী ছিলেন। তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকার সর্বস্তরের জনগণের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।