নাটোরে সরকারী পাবলিক লাইব্রেরীতে শিশুদের টয়-ব্রিক খেলার কার্যক্রম শুরু


শিশুদেরকে লাইব্রেরীমুখী করে তাদের পাঠাভ্যাস গড়ে তুলতে নাটোর সরকারী পাবলিক লাইব্রেরীতে টয়-ব্রিক খেলার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু পাঠ্য বই পড়াশুনার মধ্যে শিশুদের আবদ্ধ না করে মানসিক উৎকর্ষতা সাধনের কার্যক্রমে নিয়োজিত করে সৃজনশীল তার বিকাশ ঘটাতে হবে। তবেই তারা দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে। এ লক্ষ্যে শিশুতোষ বইপড়া, খেলাধূলা করা, সাহিত্য-সাংস্কৃতিক চর্চা করতে হবে। লাইব্রেরীতে টয়-ব্রিক খেলতে খেলতে শিশুরা বইমুখী হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোঃ মিজানুর রহমান, বিশ্ব সাহিত্য কেন্দ্র নাটোরের সংগঠক অধ্যাপক সুবীধ কুমার মৈত্র প্রমুখ। লাইব্রেরীর জুনিয়র লাইব্রেরিয়ান মোঃ নাজবীর হাসান অনুষ্ঠান পরিচালনা করেন।
নাটোর সরকারী পাবলিক লাইব্রেরীর লাইব্রেরিয়ান মোঃ নাজবীর হাসান জানান, লাইব্রেরীতে চার হাজার শিশুতো বই আছে। বুধবার থেকে চালু হওয়া টয়-ব্রিক খেলনা দিয়ে তারা বিভিন্ন কাঠামো তৈরীর খেলা করবে এবং বইপড়ার অভ্যাস গড়ে উঠবে। একসাথে প্রায় ৪০ জন শিশু খেলার উপকরণ পাবে। বর্তমানে ৪০জন শিশু লাইব্রেরীর স্থায়ী সদস্য।
উল্লেখ্য, ব্রিটিশ কাউন্সিল সারাদেশের সরকারী পাবলিক লাইব্রেরীতে ব্রিক প্লেউপকরণ প্রদান করেছে। লাইব্রেরী গুলোর সংশ্লিষ্ট ব্যক্তিদের এ সংক্রান্ত দুইদিনের প্রশিক্ষণ ওইতো পূর্বে প্রদান করা হয়।
পিএইচ/ফিরোজআহমেদ