টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত


টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের উদ্যোগে “ গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগের জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ জুলাই মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগ টাঙ্গাইলের উপ-পরিচালক মো. লুৎফুল কিবরিয়া ও পিএইচডি কর্মকর্তা মো. ফেরদৌস। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।
এছাড়া আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন, বিউটি রাণী এবং শিক্ষিকা ফারজানা শামস প্রমুখ। আলোচনায় বক্তারা প্রধানমন্ত্রীর ১০ টি উদ্যোগ যেমন- একটি বাড়ী একটি খামার, আশ্রায়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষাসহ মাদকের ভয়াবহতা, বাল্য বিবাহ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম প্রতিরোধে দিক-নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।
এছাড়া এসময় জনসচেতনামূলক চলচ্চিত্র প্রদর্শন এবং লোক সংগীতের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এসময় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।