বেনাপোল সীমান্তে ফেনসিডিল সহ আটক -১

মোঃ সাগর হোসেন,যশোর
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯ | ৪৯৮

শার্শা ও বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ৪০৫ বোতল ফেন্সিডিল সহ তরিকুল ইসলাম লালু নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

সোমবার ভোর ৪ টার সময় ফেনসিডিল ও মাদক ব্যবসায়িকে আটক করা হয়। আটককৃত লালু শার্শা উপজেলার কাশিপুর গ্রামের নুর হোসেনের ছেলে।

যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লে, কর্নেল সেলিম রেজা জানান গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তের শিকড়ী মাঠ থেকে ৪০০ বোতল ফেনসিডিল ও কাশিপুর সীমান্ত থেকে ৫ বোতল ফেনসিডিল সহ লালু নামে এক মাদক ব্যবসায়িকে আটক করে বিজিবি সদস্যরা। আটককৃত আসামি সহ ফেনসিডিল শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।