জেলার শ্রেষ্ঠ ওসি হলেন গোপালপুর থানার মোশারফ হোসেন

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, রোববার, ৭ আগস্ট ২০২২ | ৪৪৩
 
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন।
 
গত জুলাই মাসের আইনশৃংখলা পরিস্থতির উন্নয়নে তাঁকে ক্রেস্ট ও সনদ দেয়া হয়। অভিন্ন মানদণ্ডে বিভিন্ন কেটাগরি মাদক উদ্ধার, মামলা নিস্পতি, ওয়ারেন্ট তামিল, আইনশৃঙ্খলা ভালো, ইত্যাদি।
 
রোববার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ উপহার দেন।
 
এ বিষয়ে ওসি মোশারফ হোসেন বলেন, এটা আমার একা কৃতিত্ব নয়। থানার সকল অফিসার ও ফোর্সদের কৃতিত্ব। টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা স্যারের নির্দেশক্রমে সর্বোচ্চ চেষ্টা করে গোপালপুরবাসীর সেবায় নিয়োজিত থেকে কাজ করে যাচ্ছি।