ভূঞাপুরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫০ পিএম, রোববার, ১৩ অক্টোবর ২০১৯ | ৪৩২

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদে ছবি তোলার কার্যক্রম শুরু হয়েছে।

রোববার উপজেলার গাবসারা ইউনিয়নের বাসিন্দাদের ছবি তোলার মাধ্যমে এই ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়েছে। আর এই কার্যক্রম চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। নতুন ভোটার হতে আসা নাগরিকদের মধ্যে শতকরা ৯০ভাগ তরুণ-তরুণী। তারা নতুন ভোটার হতে পেয়ে খুবি খুশি। এমনকি তারা ভোটার হওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘন্টার পর ঘন্টা বিশাল লাইনে অপেক্ষা করছে। উপজেলায় মোট নয় জন আইসিটি প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার অপারেটর ভোটার তালিকা হালনাগাদে ছবি তুলে আঙ্গুলের ছাপ নিয়ে রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ১৩ হাজার প্রাপ্ত বয়স্ক নাগরিক ভোটার হওয়ার জন্য আবেদন করেছে। তাদেরকে এখন ছবি তুলে ও আঙ্গুলের ছাপ নিয়ে রেজিস্ট্রেশন বা নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার নাজমা সুলতানা বলেন, ১৩ অক্টোবর থেকে ভোটার তালিকা হালনাগাদে ছবি তুলে আঙ্গুলের ছাপ নিয়ে রেজিস্ট্রেশন বা নিবন্ধন কার্যক্রম শুরু করেছি এবং পর্যায়ক্রমে তা শেষ করা হবে। আর যায়া প্রাপ্ত বয়স্ক কিন্তু ভোটার হয়নি তারা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে নির্বাচন অফিসে গিয়ে নিবন্ধিত হতে পারবে।