ধনবাড়ী পৌর সভায় নিয়মিত চলছে মশুক নিধন অভিযান

হাফিজুর রহমান.মধুপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:০০ পিএম, সোমবার, ১৯ আগস্ট ২০১৯ | ৪২৬

“শেখ হাসিনার নির্দেশ ডেঙ্গু মুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ”- এই শ্লোগানে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় নিয়মিত চলছে মশুক নিধন অভিযান । মশুক নিধন অভিযান নিয়মিত তদারকি করেন ধনবাড়ী পৌরসভার সচিব মো: আব্দুল মান্নান। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে ফগার মেশিন দিয়ে মশুক নিধন ঔষুধ ছিটিয়ে মশা মারার অভিযান।

এসময় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র মোহাম্মদ আব্দুল মজিদ মিন্টু, ধনবাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী এস.এম আলী আজগর, উপসহকারী প্রকৌশলী মো: আক্তারুজ্জামান, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর বিশ্বনাথ ভদ্র, ধনবাড়ী উপজেলা জাতীয় পার্টি সভাপতি জীবন মাহমুদ শক্তি, সাংবাদিক হাফিজুর রহমান, প্রধান সহকারী হুমায়ুন কবির সহ অন্যান্যরা।

ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন জানান, সরকারের দির্দেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত মশুক নিধনের কার্যক্রম অবহ্যত থাকবে ।