কিট সংকটে মির্জাপুরে আজও ডেঙ্গু টেস্ট বন্ধ, ভোগান্তি চরমে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৯ পিএম, সোমবার, ৫ আগস্ট ২০১৯ | ৪৩১

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে আজ মঙ্গলবারও কিট সংকটের কারনে ডেঙ্গু শনাক্ত করনর পরীক্ষা বন্ধ রয়েছে। ফলে হাসপাতালে আসা রোগীদের ভোগান্তি চলছেই। একই অবস্থা বিরাজ করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিক গুলোতে।

সূত্র জানায়, ২ আগষ্ট থেকে কিট সংকটের কারণে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ডেঙ্গু শনাক্ত করা বন্ধ রয়েছে। একই সংকট চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ এ উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠা বেসরকারি ক্লিনিকেও। ফলে জ্বরে আক্রান্তরা ডেঙ্গু শনাক্ত করার জন্য রাজধাণী ঢাকাসহ বিভিন্ন জেলা শহরের বড় হাসপাতালে গিয়ে ভিড় করছে।

মির্জাপুর কুমুদিনী হাসপাতালের সহকারী জেনারেল ম্যানেজার অনিমেশ ভৌমিক জানান কিট সংকট এখনো আছে। তবে আজকের মধ্যে সংকট কাটিয়ে উঠে পূনরায় যেঙ্গু পরীক্ষা শুরু করা যাবে বলে তিনি জানান।

সদরের বংশাই রোডে অবস্থিত বেসরকারি ক্লিনিক বংশাই ডিজিটাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ বলেন ১৪৫ টাকার কিট ৪০০ টাকা দয়ে ৪ টি কিট অতি কষ্টে পওয়া গেছে। তবে সংকট এখনো কাটেনি বলে তিনি জানান।

কুমুদিনী হাসপাতালে স্থাপিত সিএইচআরএফ ল্যাব সূত্রে জান গেছে, প্রতিদিন তাদের ল্যাবে ৫০/৬০ জন রোগীর ডেঙ্গু পরীক্ষা হত। কিন্তু কিট সংকটের কারনে গত চারদিন ধরে ডেঙ্গু শনাক্তের পরীক্ষা করা বন্ধ রয়েছে। ফলে এসব রোগী তাদের রোগ শনাক্ত না করে ফেরৎ চলে যাচ্ছে। এ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আহমেদ বলেন কিটের চাহিদা দিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রোগী আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।