যমুনা নদী ভাঙ‌নরো‌ধে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৮:২২ এএম, শুক্রবার, ৫ জুলাই ২০১৯ | ৬০৪

টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে যমুনা নদী‌তে তীব্র ভাঙন‌রোধ কর‌তে মানববন্ধন ক‌রে‌ছে স্থানীয়রা। 'মানবতার মা শেখ হা‌সিনা, মানবতার মান রক্ষা করুন, ত্রাণ চাই না বাঁধ চাই'সহ বি‌ভিন্ন স্লোগান স‌ম্বে‌ালিত হা‌তের লেখা প্লেকার্ড নি‌য়ে যমুনা নদীর ভাঙন এলাকায় তিন‌টি গ্রা‌মের মানুষ মানববন্ধন কর্মসূচী পালন ক‌রে‌ছে। 

শুক্রবার (০৫জুলাই) দুপু‌রে উপ‌জেলার কষ্টাপাড়া গ্রা‌মে এই  কর্মসূচী পালন করা হয়। 

কষ্টাপাড়া গ্রা‌মের ম‌জিদ সরকার ব‌লেন, গেল একসপ্তাহ ধ‌রে কষ্টাপাড়াসহ গো‌বিন্দাসী ইউ‌নিয়‌নের তিন গ্রা‌মে তীব্র ভাঙ‌নে শতা‌ধিক ঘরবা‌ড়ি নদী‌তে বিলীন হ‌য়ে গে‌ছে। গত আট বছর ধ‌রে অব্যাহতভা‌বে ভাঙন ঠেকা‌তে কোন উ‌দ্যোগ নেয়‌নি কেউ। জনপ্র‌তি‌নিধিদের এ‌বিষ‌য়ে কোন কর্ণপাত নেই। 

মানববন্ধ‌নে উপ‌স্থিত অ‌নে‌কেই  জানান, যমুনা নদী ভাঙ‌নের হাত থে‌কে রক্ষা কর‌তে না পার‌লে বহু ঘরবা‌ড়ি নদী গ‌র্বে চ‌লে যাবে। এ‌তে মানুষ গৃহহীন হ‌য়ে মান‌বেতর জীবন যাপন কর‌বে। এসময় তারা ভাঙনরো‌ধে প্রধানমন্ত্রীর হস্ত‌ক্ষেপ কামনা ক‌রেন।

গো‌বিন্দাসী ইউ‌নিয়‌নের ৩নং ওয়ার্ড আওয়ামী ল‌ী‌গের সভাপ‌তি রফিকুল ইসলাম ম‌নি জানান, অব্যাহতভা‌বে যমুনা নদী‌তে ভাঙন শুরু হ‌লেও সে‌টি রো‌ধে কার্যকর কোন উ‌দ্যোগ নেয়া হয়‌নি। অ‌নে‌কে ভাঙ‌নে ঘরবা‌ড়ি হা‌রি‌য়ে খোলা আকা‌শের নি‌চে বসবাস কর‌ছে। 
 
টাঙ্গাই‌লের পা‌নি উন্নয়ন বো‌র্ডের নির্বাহী প্র‌কৌশলী মো. সিরাজুল ইসলাম ব‌লেন, যমুনা নদীতে ভাঙন‌রো‌ধে প্রাথ‌মিকভাবে জিওব্যাগ ফেলার কাজ শুরু হবে। ত‌বে জিও ব্যাগ সংক‌টের কার‌নে কাজ শুরু হ‌তে দে‌রি হ‌চ্ছে।