সমাজকর্ম শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টার্ফ রিপোর্টার
প্রকাশিত: ০৮:১৪ এএম, শুক্রবার, ৫ জুলাই ২০১৯ | ৪৬২

“সমাজকর্ম শিক্ষার প্রসার, সমাজকর্ম পেশার মান উন্নয়ন ও উৎকর্ষ সাধন প্রত্যয়ে” টাঙ্গাইলে সমাজকর্ম শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার জেলা সদর রোডস্থ রোভার স্কাউট ভবনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌর সভার মেয়র জামিলুর রহমান মিরন।
অনুষ্ঠানে সমাজকর্ম শিক্ষক সমিতির সভাপতি মো: জামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক আজাহার আলী মিয়া, সমাজকর্ম শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডি এম মোস্তাফিজার রহমান, টাঙ্গাইল সমাজকর্ম শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম তালুকদার প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল সমাজকর্ম শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম।