পরমাণু মুক্ত বিশ্ব গড়ার শপথে হিরোশিমা দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪২ পিএম, রোববার, ৬ আগস্ট ২০১৭ | ৪৮২

বিশ্বের প্রথম পারমাণবিক হামলার কলঙ্কজনক অধ্যায়ের ৭২তম বার্ষিকী পালন করছে জাপান। বিশ্ব ইতিহাসের এই কলঙ্কজনক দিনে (৬ আগস্ট) জাপানের হিরোশিমায় ‘লিটল বয়’ খ্যাত পারমাণবিক বোমা হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র।

জাপানই একমাত্র দেশ; যেখানে ১৯৪৫ সালে পরমাণু হামলা হয়েছিল। বিশ্বজুড়ে ‘কালো দিবস’ নামে পরিচিত এই দিনে মার্কিন হামলায় প্রাণহানি ঘটেছিল ১ লাখ ৪০ হাজার মানুষের। ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল জাপানের হিরোশিমা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে যুক্তরাষ্ট্রের দুটি পারমাণবিক হামলার শিকার হয় জাপান। ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় এবং দ্বিতীয়টি নাগাসাকিতে। দুই হামলায় প্রাণ যায় ২ লাখ মানুষের

রোববার দিনটি উদযাপন উপলক্ষে জাপানের হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে হাজার হাজার জাপানি নাগরিক সমবেত হন। এসময় শহরটির মেয়র পরমাণু বোমা মুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানান।