সীতাকুণ্ডে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুমিরা বাইপাসে কাজীপাড়া এলাকায় ছোট কুমিরা সেতুর ওপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। র্যাবের দাবি, নিহত দুজন ঈদে ঘরমুখী মানুষকে বহনকারী গাড়িতে ডাকাতি করছিলেন।
র্যাবের তথ্যমতে, নিহত দুজনের মধ্যে একজনের বয়স ২২ থেকে ২৩ বছর এবং অন্যজনের বয়স ৩৭ থেকে ৩৮ বছর। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটারগান, ৩১টি গুলি ও বেশ কিছু ছুরি ও রামদা জব্দ করা হয়েছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক সুমন বণিক বলেন, রাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ ওই এলাকা থেকে আরও এক যুবকের লাশ উদ্ধার করে। নিহত দুজনের মধ্যে একজনের মাথায় ও অন্যজনের বুকে গুলি লেগেছে বলে জানান তিনি।