কালিহাতীতে সিআরডিডি এর উদ্যোগে প্রতিবন্ধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯ | ১০৫১

‘অভিগম্য আগামীর পথে’, এই স্লোগান নিয়ে কালিহাতীর পাছ চারান সেন্টার ফর রুরাল ডিজএ্যাবল্ড ডেভেলবমেন্ট (সিআরডিডি)-এর উদ্যোগে ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস’ ২০১৯ উপলক্ষে “র‌্যালী, উপকরন বিতরণ ও আলোচনা অনুষ্ঠান”-এর আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় পাছ চারান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

এ উপলক্ষে স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী পাছ চারান বাজার প্রদক্ষিণ করে। উক্ত র‌্যালীতে আমন্ত্রীত অতিথিবৃন্দ, প্রতিবন্ধীবৃন্দ ও অবিভাবকবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করে।

র‌্যালী শেষে প্রতিবন্ধীদের জন্য “ড্রেস মেকিং এন্ড টেইলারিং ট্রেনিং সেন্টার”-এর উদ্বোধন করা হয়।

পরে অতিথিবৃন্দ উপস্থিত প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণ করা হয়।।

সিআরডিডি-এর চেয়ারম্যান মো: আবরার হায়াৎ খান ইউসুফ জাই-এর সভাপতিত্ত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সিভিল সার্জনের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: মঞ্জুর হাসান তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: শাহাবুদ্দীন আহমেদ, কোকডহড়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেন্টার ফর রুরাল ডিজএ্যাবল্ড ডেভেলবমেন্ট (সিআরডিডি)-এর নির্বাহী পরিচালক সিফাত মোহাম্মাদ আরেফিন।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় শতাধিক সিআরডিডি নিবন্ধিত প্রতিবন্ধী উপস্থিত ছিলেন।

“প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। পর্যাপ্ত প্রশিক্ষণ, সঠিক দিকনির্দেশনা আর সামান্য সহযোগীতা পেলে তারা আত্মকর্মসংস্থান করে স্বাবলম্বী হতে পারে। তাদের ভেতরেও আছে কর্মোদ্যম ও সমাজকে কল্যাণকর কিছু দেবার সদিচ্ছা। দেশের একটি অনগণ্য সংখ্যক মানুষ প্রতিবন্ধী।” তাদের সাথে মত বিনিময় ও সেখান থেকে প্রশিক্ষণের উপযোগী প্রতিবন্ধী বাছাই করে তাদেরকে কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সকল ধরনের পরামর্শ ও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে উপস্থিত বক্তারা বক্তব্য রাখেন।