কালিহাতীতে সড়কের পাশে নবজাতক শিশুর মৃত দেহ


টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভূয়াপুর- এলেঙ্গা রোডের পাশে এক নবজাতক শিশুর মৃত দেহ পাওয়া গেছে।
৩০ মে ( বৃহস্পতিবার) উপজেলার তাতিহারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে নবজাতক শিশুটির মৃত দেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে স্থানীয় চেয়ারম্যান ও কালিহাতী থানায় খবর দেয়।
স্থানীয়রা জানান, সড়কের পাশেই শিশুটির মৃত দেহ দেখতে পাওয়া যায়। এলাকাবাসীর ধারনা বুধবার দিবাগত রাতে কে বা কাহারা এই শিশুটিকে জীবিত অবস্থায় ফেলে রেখে যায়। পরে তার মৃত্যু হয়।
উপজেলার নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান শুকুর মামুদ বলেন, খবর পেয়ে আমি সাথে সাথে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক শিশুটির মৃতদেহ দেখতে যাই। ফুটফুটে একটি শিশু। তিনি পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার করার জন্য অনুরোধ করেন।
কালিহাতীর থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, মৃত নবজাতক শিশুটির মৃত দেহ উদ্ধার করা হয়েছে। কোন পরিচয় না পাওয়া গেলে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হবে।