ফরেন রেমিটেন্সে জনতা ব্যাংকের হামিদপুর শাখার রেকর্ড

স্টাফ রির্পোটার
প্রকাশিত: ০৩:৩৭ এএম, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯ | ৩২০

ফরেন রেমিটেন্সে রেকর্ড করেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুরের জনতা ব্যাংকের শাখাটি।

প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান সামনে রেখে মে মাসে জনতা ব্যাংকের সারাদেশে "ফরেন রেমিটেন্স সেবা মাস-২০১৯" ঘোষণা করা হয়। যার অংশ হিসেবে ব্যাংকের টাঙ্গাইল এরিয়াধীন হামিদপুর শাখাতেও আন্তরিকতার সাথে এই মাসটি পরিপালিত হয় বলে জানিয়েছে ব্যাংকের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম।

তিনি জানান, এ মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী ভাই-বোনেরা তাদের নিজ নিজ স্বজনদের অনুকূলে অর্থ প্রেরণ করেন। এবারের সেবা মাসে সর্বমোট ৯২৮ জন উপকারভোগীর মাঝে চার কোটি বিশ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। যা এ যাবৎকালে হামিদপুর শাখার একটি রেকর্ড।

ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঠিক ও সময়োচিত দিকনির্দেশনা এবং শাখার তরুণ, মেধাবী ও চৌকস কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টার বদৌলতে এ সফলতা অর্জন করা সম্ভব হয়েছে বলেও শাখা ব্যবস্থাপক জানিয়েছেন। 

ব্যাংক সূত্রে জানা যায়, হামিদপুর শাখার ফরেন রেমিটেন্স উপকারভোগীদের নব্বই শতাংশের ওপরে নারী গ্রাহক। জনতা ব্যাংক লিমিটেড হামিদপুর শাখার উপর অব্যাহত আস্থা রাখায় শাখার পক্ষ থেকে রেমিটার ও উপকারভোগীসহ স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা ও ঈদের শুভেচ্ছা জানিয়েছে ব্যাংকের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম।