টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ডাক্তারের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১১:১১ এএম, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯ | ৭৫৪

টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতলে চিকিৎসায় অবহেলার কারনে এক রোগী মারা যাবার অভিযোগ পাওয়া গেছে। মৃত্যুর এ ঘটনার প্রতিবাদ করায় নিহতের স্ত্রীসহ স্বজনদের বেদম মারপিট করেছে হাসপাতালের কর্মচারী ও ইন্টার্নি ডাক্তাররা। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও স্বজনরা লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

রোগীর স্বজনরা জানায়, বিকেলে টাঙ্গাইল পৌর এলাকার পশ্চিম আকুর টাকুর পাড়ার মুকুল মিয়াকে শ্বাসকষ্ট জনিত রোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোগীর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে। এসময় স্বজনরা বারবার রোগীকে অক্সিজেন দিতে অনুরোধ করে। কিন্তু ডাক্তাররা অক্সিজেন দিতে অস্বিকৃতি জানায়। এর কিছুক্ষন পরেই রোগীর মৃত্যু হয়। রোগীর স্বজরা হাসপাতালের কর্তব্যরত ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ করলে হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. সজিবসহ ২০/২৫জন ইন্টার্নি শিক্ষার্থীরা রোগীর স্বজসদের মারপিট শুরু করে। হাসপাতালের জরুরী বিভাগে তাদেরকে আটক করে রাখে। এছাড়াও নিহতের স্ত্রী হাসিনা বেগম ও ছেলে মাসুমকে বেদম পিটিয়ে রক্তাক্ত করে।

এসময় বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা ভিডিও ধারন করতে গেলে তাদের উপরেও চরাও হয় ইন্টার্নি ডাক্তার ও কর্মচারীরা। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে নিহত স্বজনদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনে। এলাকাবাসী ও রোগীর স্বজনরা এ ঘটনার বিচার দাবিতে হাসপাতাল থেকে লাশ নিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রাখে।