শরণখোলায় কৃষক বাঁচাও,দেশ বাঁচাও শ্লোগানে
ধানের ন্যায্য মূল্যের দাবীতে বিএনপির মানববন্ধন


ধানের ন্যায্যমূল্য প্রদানসহ মধ্যস্বত্তভোগী সিন্ডিকেট বন্ধ ও কৃষিপণ্যে পর্যাপ্ত ভর্তুকির দাবিতে বাগেরহাটের শরণখোলা উপজেলায় মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শরণখোলা প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার(২৩ মে) সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন শেষে শরণখোলা উপজেলা বিএনপি সভাপতি মো: কামাল হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠান সমাবেশে বক্তারা বলেন,কৃষক কষ্ট করে যে ফসল ফলান তা মাঠে বসে নষ্ট হয়ে যায়। তারা সঠিক মূল্য পাচ্ছে না।দেশে পর্যাপ্ত চাল থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা বিদেশ থেকে লাল আমদানি করে। অথচ সরকার সেদিকে সুনজর নেই।
তারা আরও বলেন,কৃষক বাঁচাও,দেশ বাঁচাও এ শ্লোগান কে সামনে রেখে বিএনপির কৃষকদের অধিকার আদায়ের এ আন্দোলন অব্যাহত থাকবে এ সময় মানববন্ধন ও সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,শরণখোলা উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. মো: শফিকুল ইসলাম বাবুল,সাবেক উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক তালুকদার, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল ইউসুফ, প্রচার সম্পাদক কাওসার আহম্মেদ, রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোল্লা মিজানুর রহমান, ধানসাগর ইউনিয়ন বিএনপির সভাপতি জলিল হাওলাদার, খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক নাজমুুল আহসান গাজী শিমুুল, জেলা বাস্তহারা দলের প্রচার সম্পাদক ও সাংবাদিক এম এইচ শাহিন, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান, জেলা যুবদলের ত্রান ও পুনর্বাসন সম্পাদক সহিদুল ইসলাম সোহাগ, গোলাম রাব্বি, ছাত্রদল নেতা জাহিদ হোসেন রাব্বি, মইনুল ইসলাম প্রমূখ।