যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম চকরিয়া শাখার ইফতার ও মতবিনিময় সভা সম্পন্ন 

এম,জুনাইদ উদ্দিন (চকরিয়া) কক্সবাজার
প্রকাশিত: ০৮:৫৬ এএম, বুধবার, ২২ মে ২০১৯ | ৬৬৯

চকরিয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন যায়যায়দিন চকরিয়া উপজেলা শাখার  একঝাঁক তরুণ নিয়ে ২২ মে ১৬ রমজান চকরিয়ার অভিজাত রেস্তোরা রুপসী বাংলা রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলরুমে সংগঠনের ইফতার ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

উক্ত সভায় সংগঠনের সভাপতি আরফাত হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুছের  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাউছার উদ্দিন কছির বলেন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম দীর্ঘদিন হতে এই চকরিয়া উপজেলায় সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ রোধে সচেতনা কার্যক্রম পরিচালনা করে আসছে।

এছাড়াও চিত্রাংকন প্রতিযোগিতা , ঈদপূর্ণমিলনী, শীতবন্ত্র সহ নানান সামাজিক কাজ করে সমাজে অন্যন্য ভূমিকা রাখছে। এই ধরনের কার্যক্রম যাতে অব্যহত থাকে সেই বিষয়ে সকল ধরনের সহযোগিতা প্রদান করার আশ্বাস প্রদান করেন প্রধান অতিথি। এছাড়াও বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে নানান কাজ করে এজন্য জেজেডি ফ্রেন্ডস ফোরামকে আন্তরিক ধন্যবাদ জানান।

উক্ত ইফতার ও মতবিনিময় সভায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, যায়যায়দিন পত্রিকার চকরিয়া প্রতিনিধি সাংবাদিক মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় যুব সংসদ বাংলাদেশ চকরিয়া উপজেলা শাখার সভাপতি হোসাইনুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক বিবিসি একাত্তর পত্রিকার নির্বাহী সম্পাদক এম,জুনাইদ উদ্দীন।

সংগঠনের উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন, শহিদুল ইসলাম নয়ন,বোরহান উদ্দীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত  ছিলেন,সহ- সভাপতি   বোরহান উদ্দীন,  যুগ্ম সম্পাদক নুরুল  ইসলাম জিকু, কাইছার হামিদ, সাংগঠনিক সম্পাদক মৌঃ শহিদুল  ইসলাম,  অর্থ সম্পাদক রবিউল হাসান, সদস্য আলি মর্তুজা টিটু,  শাহেদুল মোস্তফা সাকিব প্রমুখ।