টাঙ্গাইলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৭ পিএম, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০ | ৪১৫

সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ে প্রচারণা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের আওয়াতায় টাঙ্গাইলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমাবার দুপুরে জেলা লিগ্যাল এইড ও লাইট হাউজের যৌথ উদ্যোগে সদর উপজেলার করটিয়া ইউনিয়নের আবেদা খান গার্লস হাইস্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাজাহান আনছারী।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মোসা. সালমা ইসলাম, আবেদা খান গার্লস হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, লাইট হাউজের প্রকল্প কো-অর্ডিনেটর সিদ্দিকুল আলম মামুন, উপজেলা কো-অর্ডিনেটর রুমানা রহমান প্রমুখ। ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটি অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনার এ অনুষ্ঠানের বাস্তবায়ন করে।