ধনবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের দোয়া ও ইফতার মাহফিল

ধনবাড়ী
প্রকাশিত: ০৯:০৩ এএম, সোমবার, ২০ মে ২০১৯ | ৮৮৮

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ধনবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকার সভাপতিত্বে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হিরা। 

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, সহ-সভাপতি আব্দুল হালিম, ধনবাড়ী পৌর সভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান, ভাইস চেয়াম্যান শামছুল হুদা, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার হোসেন কালুসহ রাজনৈতিক নেত্রীবৃন্দ, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলার কর্মকতা-কর্মচারী, সাংবাদিক ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা মুফ্িত আবু কায়সার।