কালিহাতীতে বিশ্ব মা দিবস পালিত

শুভ্র মজুমদার,কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৩ এএম, রোববার, ১২ মে ২০১৯ | ৪৪৯

কালিহাতীতে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১২ মে রোববার সকালে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল খালেক প্রমুখ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন, উপজেলা পরিষদের সি এ টু আবুল কালাম আজাদ। আলোচনা সভা শেষে ৭০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়।