নাগরপুরে বিভিন্ন ক্যাটাগরিতে ৩৫জন গুণিব্যক্তিকে সম্মাননা পদক প্রদান

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩১ এএম, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯ | ৪৭৫

প্রয়াত বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আফতাব উদ্দিন সম্মাননা পদক ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবিরের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাগরপুর মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, স্বাস্থ্য ও সমাজসেবাসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৩৫জন গুণিব্যক্তিকে সম্মাননা পদক প্রদান করা হয়।

নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব সুজায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, টাঙ্গাইল এডভোকেট বারের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এডভোকেট মুলতান উদ্দিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. আনিছুর রহমান আনিছ, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচারক এস এম জাহিদ, নাগরপুর যদুনাথ সরকারী মডেল স্কুল এন্ড কলেজের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক রামেন্দ্র নারায়ন শীল ও নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সম্ভুনাথ সাহা প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন নাগরপুর মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। শেষে একমনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।