ছানোয়ার হোসেন এমপিকে শিক্ষক সমিতির সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১১:৪০ পিএম, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯ | ৮৮৫

টাঙ্গাইল সদর-৫ আসনের দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ছানোয়ার হোসেন এমপিকে বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল সদর উপজেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার ১৩ এপ্রিল সকাল ১০টায় টাঙ্গাইল জেলা শিল্প কলা একাডেমিতে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সংবর্ধনা অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

মোঃ আজাহারুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান,জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, উপজেলা মাধ্যমিক অফিসার শাহীন আশরাফী প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা সকল শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ শামীম আল মামুন।