ছানোয়ার হোসেন এমপি ও তানভির হাসান ছোট মনি এমপি কে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৩:৩৮ এএম, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯ | ১৪৪৭

টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর) আসনে সংসদ সদস্য তানভির হাসান ছোট মনিকে শতাব্দী ক্লাব এর পক্ষ থেকে আজীবন সদস্য ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

১৩ এপ্রিল আশেকপুর দুপুরে বিশিষ্ট জাদু শিল্প পি.সি সরকারে বাসভবনে শতাব্দী ক্লাবের সংবর্ধনা,অভিষেক ও মিলন মেলা অনুষ্টিত হয়েছে।

মির্জা মাসুদ রুবেল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শতাব্দী ক্লাবের প্রধান উপদেষ্টা জামিলুর রহমান মিরণ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্যালেন মেয়র ও শতাব্দী ক্লাবের আজীবন সদস্য সাইফুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ও আলোকিতপ্রজন্ম.কম এর উপদেষ্টা এম এ রৌফ,মহাসচিব টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও শতাব্দী ক্লাবের আজীবন সদস্য গোলাম কিবরিয়া বড় মনি।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন শতাব্দী ক্লাবের সকল সদস্য বৃন্দ। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন আকিবুর রহমান ইকবাল।