বাংলাদেশ বিমানের দুই কর্মকর্তা ওএসডি

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:৫১ এএম, বুধবার, ৩ এপ্রিল ২০১৯ | ৭৩৮
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন থেকে আসা কান্ট্রি ম্যানেজারসহ দুই কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। মঙ্গলবার (০২ এপ্রিল) বিমান কর্তৃপক্ষের বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়।


লন্ডন থেকে আসা কান্ট্রি ম্যানেজার শফিকুল ইসলামের বিরুদ্ধে আড়াই হাজার ফ্রি টিকিট বিক্রি করে ১৬ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।

এছাড়া মার্কেটিং বিভাগের অপর কর্মকর্তা হচ্ছেন ভারপ্রাপ্ত পরিচালক আশরাফুল আলম। তার বিরুদ্ধে বিমান মনোনীত কিছু ট্রাভেল এজেন্সিকে সিট ব্লক করে বিশেষ সুবিধা দেয়ার অভিযোগ রয়েছে।