দীঘিনালায় বেইলী ব্রীজের পাটাতন ভেঙ্গে

কাঠ বোঝাই ট্রাক নদীতে

খাগড়াছড়ি সংবাদদাতা
প্রকাশিত: ০৬:১২ পিএম, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭ | ৬৮১

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী বেইলী ব্রীজ ভেঙ্গে গিয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় কাঠ বোঝাই ট্রাকটি দীঘিনালার মাইনী সেতু অতিক্রম করার সময় পাটাতন ভেঙ্গে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।

দীঘিনালা থানার ওসি সামসুদ্দিন ভূইয়া জানান, দীঘিনালার কবাখালী এলাকা থেকে কাঠ বোঝাই করে খাগড়াছড়ির দিকে যাওয়ার সময় মাইনী বেইলী ব্রীজের শেষ প্রান্তের পাটাতন ভেঙ্গে ট্রাকটি ব্রীজের নিচে পড়ে যায়।

ব্রীজ ভেঙ্গে যাওয়ায় দু’পাশে অনেক যানবাহন আটকে পড়েছে। সাজেকের পর্যটক ও হালকা যানবাহনগুলো পারাপার করতে দীঘিনালা বাজারের সেতুটি বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে ভারী যান চলাচল বন্ধ রয়েছে।

ব্রীজটি সেনাবাহিনীর প্রকৌশলী বিভাগের কাছে হস্তান্তরিত জানিয়ে তারাই সেটি মেরামত করবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন চৌধুরী।দীঘিনালায় বেইলী ব্রীজের পাটাতন ভেঙ্গে কাঠ বোঝাই ট্রাক নদীতে