ভোটারের উপস্থিতি বৃদ্ধিই স্বতন্ত্র প্রার্থীর জন্য শুভ হতে পারে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:২২ এএম, সোমবার, ২৫ মার্চ ২০১৯ | ৪৮২

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতিই নির্বাচনের ফলাফল অনুকুলে যেতে পারে স্বতন্ত্র প্রার্থী ফিরোজ হাযদার খানের। সেই লক্ষেই তার কর্মী সমর্থকরা দিন রাত মাঠে পরিশ্রম করছে বলে জানা গেছে।

চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে মির্জাপুর উপজেলা পরিষদের নির্বাচন। চার জন চেয়ারম্যান প্রার্থীসহ নির্বাচনী মাঠে রয়েছে দশজন প্রার্থী। এরমধ্যে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু(নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী ফিরোজ হায়দার খান(মোটরসাইকেল) প্রছারনায় ব্যাস্ত থাকলৌ অন্যদের মাঠ দেখা যাচ্ছেনা। তবে ভাইস চেয়ারম্যান প্রার্থী ছয়জনই নির্বাচনী মাঠে প্রচারনায় ব্যাস্ত রয়েছেন।

দেশের বিভিন্ন স্থানে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতির হার একবারেই কম হওয়ায় মির্জাপুরের প্রাথৃীদের মধ্যে দেখা দেয় উদ্বেগ উৎকন্ঠা।

সুষ্টু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের খবর গণ মাধ্যমে প্রচার হওয়ায় মির্জাপুরের ভোটারদের মধ্যে ভোট কেন্দ্রে যাবার আগ্রহ তৈরি হচ্ছে বলে বিভিন্ন এলাকার ভোটারদের সাথে কথা বলে জানা গেছে। তবে অনেকই মনে করছেন ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পেলে নির্বাচনের ফলাফল স্বতন্ত্র প্রার্থী ফিরোজ হাযদারের পক্ষে যাবার সম্ভাবনা রয়েছে।

স্বতন্ত্র প্রার্থী ফিরোজ হায়দার খান বলেন আমি আমার কর্মী সমর্থকরা মিলে প্রথম থেকেই ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছি। এই প্রচেষ্টায় সফল হলে নির্বাচনের ফলাফল তার পক্ষে যাবার অধিক সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।