দিবা ও ওয়াসফির ট্যালেন্টপলে বৃত্তি লাভ
প্রাথমিক সমাপনী পরীক্ষা -২০১৮ তে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছেন নুরি নাজাত দিবা ও ওয়াসফিয়াতুল মরিয়ম। ২৪ মার্চ প্রকাশিত পিইসি বৃত্তির ফলাফলে ট্যালেন্টপলে বৃত্তি অর্জনের বার্তা আসে। নুরি নাজাত দিবা ও ওয়াসফিয়াতুল মরিয়ম এই দুইজনই ছিলো পূর্ব বড় ভেওলা আহছানিয়া শিখন একাডেমির ছাত্রী।
বিদ্যালয়ের অধ্যক্ষ শাহনেওয়াজ চৌধুরী বলেন, দিবী ও ওয়াসফিয়া বিদ্যালয়ে সেরা ছাত্রী ছিলো। পড়ালেখা নাচ গান, কবিতা আবৃত্তি ও স্কাউটিং এ খুব বেশি এগিয়ে ছিলো। তাঁদের ভাল ফলাফলে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও বিদ্যালয়ের পরিচালনা কমিটিসহ সবাই আনন্দিত। তাঁরা দুইজনের জন্য দোয়া ও ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন।
জানা যায়, এই দুই মেধাবী ছাত্রীর মা ও বাবা দুইজনই শিক্ষক। তার মধ্যে নুরী নাজাত দিবার পিতা সোলতান আহমদ সিরাজী চকরিয়া ডুলাহাজারা ডিগ্রি কলেজের বাংলা ডিপার্টমেন্টের অধ্যাপক ও মা কাউছার ইয়াছমিন পূর্ব বড় ভেওলা জিএনএ মিশনারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং ওয়াসফিয়াতুল মরিমের মা পূর্ব বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বলে জানা যায়।
